এটা আমার Differential Calculus বইয়ের webpage. ভুলত্রুটি যা ধরা পড়বে এখানে তুলে দেব৷ বইটা
+2 level-এর জন্য৷ উদ্দেশ্য হল--প্রথমেই খুঁটিনাটির মধ্যে না ঢুকে প্রথমে মূল ধারণাগুলো বোঝা৷
Competitive পরীক্ষার নানা প্রশ্নও আলোচনা করেছি৷
বইয়ের প্রথম অধ্যায়ে একটা অ্যানিমেশনের উল্লেখ আছে৷ সেটা পাবে এখানে৷
বইটাকে যথাসম্ভব ছিমছাম রাখতে চেয়েছি৷ তাই পুরোটাই যেন ধারাবাহিকভাবে একটা গল্পের মত পড়া যায়, সেই দিকে নজর
রাখতে গিয়ে কিছু খুঁটিনাটি বাদ পড়েছে৷ সে বিষয়ে শ্রী শুভাশিস শীল মহাশয় আমার দৃষ্টি আকর্ষণ করেন৷ তাঁর পরামর্শ
অনুযায়ী একটা আরও তথ্যের পাতা বানিয়েছি৷
মন্তব্য
নীচে একটা মন্তব্য দেওয়ার জায়গা রয়েছে. দেখে মনে হবে যেন তার জন্য আগে log
in করতে হবে. যদি তাতে আপত্তি থাকে, তবে ওই "Name"-এর জায়গায় একবার
click করলেই "I'd rather post as a guest" বলে একটা option আসবে.